জাতীয় দলে সহকারী কোচ হতে যাচ্ছেন সালাহউদ্দিন

মোহাম্মদ সালাহউদ্দিন জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে ফিরছেন, এমনটাই জানানো হয়েছে বিসিবির ঘনিষ্ঠ সূত্রে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও সালাহউদ্দিনের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা সম্পন্ন হয়েছে।

ফলে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই তাঁর নিয়োগ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। সালাহউদ্দিন মূলত ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় দলে যোগদানের মাধ্যমে নতুন করে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সালাহউদ্দিন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্থানীয় কোচদের আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব দেওয়ার পক্ষে কথা বলেছিলেন। তাঁর এ ঘোষণার ধারাবাহিকতায় সালাহউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি।

সালাহউদ্দিন এর আগে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলে ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর কোচিং দক্ষতা প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে অনেকবার প্রমাণিত হয়েছে। বিশেষত, বিপিএলে তাঁর অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ানস চারবার শিরোপা জিতেছে, যা তাঁকে দেশের সফলতম কোচদের কাতারে নিয়ে এসেছে।

দীর্ঘ ২৫ বছরের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন সালাহউদ্দিনকে সহকারী কোচ হিসেবে নিয়ে আসায় জাতীয় দলের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার পর আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তিনি তাঁর নতুন দায়িত্বে যোগ দেবেন।

Exit mobile version