গ্লোবাল টি-টোয়েন্টির প্রস্তুতির অংশ হিসেবে রংপুর রাইডার্স দল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি আইসিসির লেভেল-৩ কোচিং সম্পন্ন করা এই সাবেক ক্রিকেটার রাইডার্সের কোচ হিসেবে আজ বৃহস্পতিবার মিরপুরে প্রথম অনুশীলন সেশন পরিচালনা করেন। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনের নিয়োগ নিয়ে মন্তব্য করেন।
আশরাফুল বলেন, “বিসিবি অনেক দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দলে দেশীয় কোচদের যুক্ত করলে তাদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে সুবিধা হয়। সালাউদ্দিনের মতো অভিজ্ঞ একজন কোচকে পেয়ে বাংলাদেশ দল উপকৃত হবে বলে আমি মনে করি।”
ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারের পর কোচিংয়ে আত্মপ্রকাশ করা আশরাফুল নিজের নতুন ভূমিকাকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। তিনি বলেন, “দুই যুগেরও বেশি সময় ধরে খেলেছি, কিন্তু এখন কোচিংয়ে এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। শিখতে চাই, নিজের দক্ষতা বাড়াতে চাই। বিসিবির কোচিং রাডারে আসার ইচ্ছে আছে, তবে এখনই নয়।”
রংপুর রাইডার্সের হয়ে কোচ হিসেবে গ্লোবাল টি-টোয়েন্টির মতো বড় মঞ্চে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত আশরাফুল। তিনি জানান, নতুন এই চ্যালেঞ্জটি তার জন্য একটি বড় অভিজ্ঞতা হবে এবং দলের তরুণ খেলোয়াড়দের সাথে কাজ করতে পেরে তিনি আনন্দিত।
আশরাফুলের এই নতুন যাত্রা ভবিষ্যতে তাকে বড় পরিসরে কোচিংয়ের সুযোগ করে দিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।