দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় মুখ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলে শুরু থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কোচিংয়ে বিপিএলের চারটি শিরোপা জিতেছে তাঁরা। এমনকি যেকোনো সময় সমস্যায় পড়লে তামিম ইকবাল, সাকিব আল হাসানরা দেশসেরা এই কোচের দ্বারস্থ হন। এতো জনপ্রিয়তার পরেও জাতীয় দলের কোচ হতে চাননা সালাউদ্দিন।
তিনি বাংলাদেশের কোচ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন বিপিএল খেলতে আসা ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও। তাঁর মতে সালাউদ্দিন তাঁর দেখা সেরা পাঁচ কোচের একজন। কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপন জানান যে সালাউদ্দিন নিজেই কোচ হতে চান না।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে দেয়া এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের জনপ্রিয় এই কোচ জানান, ‘সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই এবং সহকারি কোচ হলে আমাকে ছেলেদের উন্নতির জন্য অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। একটা দল গোছানোর পেছনে সহকারি কোচের বড় ভূমিকা থাকে। কিন্তু এখন আমি এটা করতে পারবো না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতা এখন আর নেই।’
তিনি সাথে আরো যোগ করেন, ‘বিশ্বকাপের পর কোচিং স্টাফদের প্রায় অর্ধেক সদস্য চলে গেছে এবং আমি যতটুকু শুনেছি যে, তারা তার (হাথুরুর) সঙ্গে কাজ করতে চায় না। যদি তারাই কাজ না করতে চায়, তাহলে আমি কীভাবে করবো। আমি ব্যাপারগুলো জানি এবং আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। আর তা না হলে জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে আমি অনিচ্ছুক।’