কয়েকদিন আগে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম। টিম ম্যানেজমেন্টের ব্যাপারেও নানা অভিযোগ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগসমূহ ভিত্তিহীন বলে দাবি করা হয়। এবার নিগার সুলতানা জ্যোতিও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আজ নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানান জ্যোতি।
জাহানারা তার সাক্ষাতকারে অভিযোগ করেন জ্যোতি সিনিয়রদের নাম ধরে ডাকেন, জুনিয়রদের সঙ্গে বাজে আচরণ এবং মারধর করেন ও নিজস্ব একটা গ্রুপ তৈরি করেছেন।
বিসিবি তার সেই বক্তব্য প্রত্যাখ্যান করে উল্টো দাবি করে জাহানারার এসব কিছুই দূরভিসন্ধিমূলক। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং জ্যোতি। অভিযোগ শুধু উড়িয়েই দেননি পাল্টা জাহানারাকেও একহাত নিয়েছেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে কারও নাম উল্লেখ না করে লিখেছেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই- এমন! দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!’
দলের বাইরে থাকার কারণেই এখন জাহানারা এসব অভিযোগ আনছেন বলে দাবি জ্যোতির।
তিনি আরও বলেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে তখনই সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ- সব কিছু!’
এমন গুরুতর অভিযোগের পরেও যারা তাকে সমর্থন জানিয়ে চলেছেন এবং যারা পাশে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জ্যোতি। তিনি বলেন, ‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















