বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম দুটি সাক্ষাতকারে নানা অভিযোগ করেছেন কয়েকজন সতীর্থ ছাড়াও কোচিং স্টাফ ও দলের কর্মকর্তাদের বিরুদ্ধে। এর মধ্যে গুরুতর অভিযোগ যৌন হেনস্তার। সেই অভিযোগ জাহানারা করেছেন নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম মনজু ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং সংশ্লিষ্ট কয়েকজনের বিপক্ষে। বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক জাস্টিস তারিক উল হাকিমকে। সদস্য হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হওয়া একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলাকে। এছাড়া আরেক সদস্য হিসেবে আছেন বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এই কমিটি গঠনের আগেই বিসিবি এক বিবৃতিতে জানিয়েছিল, দ্রুতই একটি কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে বিষয়টি খতিয়ে দেখার পর তদন্ত রিপোর্ট চাওয়া হবে। অবশ্য কমিটির গঠনের বিষয়টি শনিবার রাতে বিসিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানালেও এই কমিটির কার্যক্রম নিয়ে কিছুই বলেনি।
তবে জাহানারা আলম যে শারীরিক নির্যাতন ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ এনেছেন মনজুসহ কয়েকজন স্টাফের বিরুদ্ধে তা নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকেও উদ্বেগ জানানো হয়েছে। সেই সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় বিসিবির গঠন করা কমিটি কতটা কার্যকারিতা দেখাতে পারে।
