জাহানারার ঘটনায় ফের সরকারি তদন্ত দাবি তামিমের

জাহানারার ঘটনায় ফের সরকারি তদন্ত দাবি তামিমের

জাহানারার ঘটনায় ফের সরকারি তদন্ত দাবি তামিমের । নারী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় বিসিবির গঠিত তদন্ত কমিটি কার্যকারিতা নিয়ে আবারও সংশয় প্রকাশ করলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক এই ওপেনারের দাবি, জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক, যেখানে থাকবে না বিসিবি সংশ্লিষ্ট কেউ।

জাহানারার অভিযোগের দুই দিন পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন আইনজীবীর সঙ্গে রাখা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে। জাতীয় ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় কোনো তদন্ত কমিটি গঠন করেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বরং বলেছেন, বিসিবির তদন্ত কমিটির ওপরই আস্থা রাখার কথা জানিয়েছেন।

অবশ্য তামিম এখানেই আবার আপত্তির কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন,‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই।।’

এছাড়া তামিম লেখেন,‘দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, তেমনি আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক ও বিভিন্ন দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে, এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলোর সুরাহা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব।’

অবশ্য প্রথম লেখায় তামিম আহবান করেছিলেন, নানা সময়ে নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন যারা, তারা যেন সাহস নিয়ে মুখ খোলেন। জাহানারার পর গত কয়েকদিনে ক্রিকেট ও অন্যান্য খেলার কয়েকজন দুঃসহ অভিজ্ঞতার কথা খোলাসা করেছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনও আড়ালে থাকা অন্যদেরকে মুখ খোলার অনুরোধ জানালেন তিনি। ,‘যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য। এখনও যারা নানা সঙ্কোচে মুখ খুলতে পারছেন না, তাদেরকে বলছি, ‘ইটস নেভার ঠু লেট।’ আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে।’

তিনি আরও বলেন,‘বিসিবিতে এখন একটা স্লোগান শুনি- ‘ক্রিকেট ফর অল।’ আমার মনে হয়, এর আগে জরুরি ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা।’ যৌন হয়রানি নিয়ে ঝড়ে দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের বক্তৃতায় তিনি গোটা দেশের ফুটবল ও ফুটবলারদের আক্রমণ করে আপত্তিকর মন্তব্য করেছেন, প্রয়োজনে বাফুফের সঙ্গে মারামারি বা মারপিট করার ঘোষণাও দিয়েছেন।

এছাড়া আসিফ আকবরের সেই মন্তব্যে দিকে ইঙ্গিত করে সব খেলাকেই এক কাতারে দেখার কথা বললেন তামিম। ‘আরেকটি ব্যাপার, দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের সবারই উচিত দেশের সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই আমাদের। প্রতিটি খেলাই বাংলাদেশের।’

Exit mobile version