গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এর দ্বিতীয় আসরের জন্য প্রস্তুত হয়ে উঠছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখতে দলটি গুছিয়ে নিচ্ছে দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে গড়া একটি শক্তিশালী স্কোয়াড।
নুরুল হাসান সোহান ও সৌম্য সরকারের মতো অভিজ্ঞ দেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে রংপুর। পাশাপাশি পাঁচজন বিদেশি ক্রিকেটারকেও যুক্ত করেছে তারা—কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), হারমিত সিং (কানাডা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা) এবং আকিফ জাভেদ (পাকিস্তান)। দলটি আরও একজন বিদেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রংপুর রাইডার্স আগামী ২ বা ৩ জুলাই গায়ানার উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে ঢাকায় অনুশীলন শুরু করবে জুনের শেষ সপ্তাহে। পুরো দলকে প্রস্তুত রাখতে পরিকল্পনা করছে এক মাসব্যাপী অনুশীলন ক্যাম্প।
কোচিং স্টাফেও এসেছে নতুনত্ব। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। হেড কোচ হিসেবে নির্দিষ্ট কোনো নাম এখনো প্রকাশ না করা হলেও জানা গেছে, কাউন্টিতে ব্যস্ত মিকি আর্থারের পছন্দ অনুযায়ী কোচ নির্বাচন করা হবে।
জিএসএলের দ্বিতীয় আসর মাঠে গড়াবে ১০ জুলাই। গতবারের মতো এবারও রংপুর শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে। দেশি-বিদেশি সমন্বয়ে গঠিত দলটি টুর্নামেন্টে ব্যাটে-বলে ঝড় তোলার অপেক্ষায়।
