জিম্বাবুয়েতে চলমান ত্রি-দেশীয় যুব ওয়ানডে সিরিজে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বড় ব্যবধানে হারায় আজিজুল হাকিম তামিমের দল। আগামী ১০ আগস্ট ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
ফাইনালে বাংলাদেশের খেলার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। আজ গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে বাংলাদেশ।
বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফ্রিকার যুবদল নিয়ে গত ২৫ জুলাই শুরু হয় তিন জাতি যুব ওয়ানডে। গ্রুপে প্রতিটি দলই তিনবার করে একে অপরের মুখোমুখি হয়।
বাংলাদেশ একটি মাত্র ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। অবশ্য জয় পেয়েছে বাকি দুই ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে। সব মিলিয়ে ছয় ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট।
ছয় ম্যাচের চারটিতে জয় পাওয়া প্রোটিয়া যুবাদের সংগ্রহ আট পয়েন্ট। অন্যদিকে, গ্রুপের ছয় ম্যাচের সবগুলোতেই হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় সাত রানে প্রথম উইকেট হারালেও শেষ পর্যন্ত ছয় উইকেটে ২৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
জবাবে খেলতে নেমে ৩৫ ওভারেই ১২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। আর বাংলাদেশ পায় ১৬০ রানের বড় জয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















