জিম্বাবুয়ে সফরের জন্য দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে ৫ নতুন মুখ

লর্ডসে আগামী ১১ জুন শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপরই জিম্বাবুয়ের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে প্রোটিয়ারা। সেই সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন ৫ নতুন মুখ।

মূলত নতুন খেলোয়াড়দের পরখ করে নিতেই তাদের দলে নেয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ আইসিসি ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ’ ২০২৫-২৭ চক্রের অংশ নয়। আর জিম্বাবুয়েও এর অংশ নয়। আর সে কারণেই জাতীয় দলে তরুণদের পরখ করে সুযোগটা পুরোদমে কাজে লাগাচ্ছেন প্রোটিয়া কোচ শুকুরি কনরাড

বুলাওয়ায়োতে আগামী ২৮ জুন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। একই মাঠে ৬ জুলাই থেকে হবে দ্বিতীয় ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, টনি ডি জর্জি, জুবাইর হামজা, কেশাভ মহারাজ, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনা, কোডি ইউসুফ।

Exit mobile version