জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধান হারলো পাকিস্তান

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই হোঁচট খেয়েছে পাকিস্তান। বুলাওয়াতে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে ডিএলএস মেথডে ৮০ রানে হেরেছে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০৫ রানে অল আউট হয়। জবাবে পাকিস্তান ২১ ওভারে ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ৬০ রান করে। এ জয়ে তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে প্রথম ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

আগে ব্যাট হাতে নেমে জিম্বাবুয়ে ১২৫ রানে ৭ উইকেট হারিয়েছিলে। কিন্তু অষ্টম উইকেটে সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভার দৃঢ়তায় স্বাগতিক দল দুইশ রানে পৌঁছে যায়। এনগারাভা ৫২ বলে ৪৮ রান করেন। রাজার সংগ্রহ ছিল ৩৯ রান।

পাকিস্তানের সালমান আগা ও ফয়সাল আকরাম তিনটি করে উইকেট নেন।

জবাবে পাকিস্তানের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে একের পর এক উইকেট হারিয়েছে তারা। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। মাত্র ১৯ রান করেন তিনি। ক্রিজে নামা আট ব্যাটারের মাত্র তিনজন দুই অঙ্কের রানের দেখা পান।

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা দুটো করে উইকেট পান। সিকান্দার রাজা ম্যাচ সেরা নির্বাচিত হন।

Exit mobile version