পরাজয় দিয়ে শুরু করলেও তৃতীয় ম্যাচে ২৩ রানের জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে লিড নিলো ভারত। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান তোলে স্বাগতিক জিম্বাবুয়ে। চার ওভারে ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর।
যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক শুভমান গিলের উদ্বোধনী জুটিতে ৬৭ রানের সংগ্রহ পায় ভারত। ২৭ বলে ৩৬ রান করে জয়সওয়াল আউট হলে অল্প রানের ব্যবধানে ফিরে যান ওয়ান ডাউনে খেলতে নামা অভিষেক শর্মাও। তৃতীয় উইকেটে দলীয় সংগ্রহকে ১৫৩ রানে নিয়ে গিয়ে আউট হন শুভমান গিল। ভারত অধিনায়ক আউট হন ব্যক্তিগত ৬৬ রানে।
মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন রুতুরাজ গায়কোয়াড়। ২৮ বলে ১৭৫ স্ট্রাইক রেটে চার বাউন্ডারি ও তিন ছক্কায় এই রান করেন রুতুরাজ। ভারত পায় চার উইকেটে ১৮২ রানের সংগ্রহ। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা যথাক্রমে ২৫ ও ২৪ রান দিয়ে দু’টি করে উইকেট পেয়েছেন।
জবাবে খেলতে নামা জিম্বাবুয়ে দলীয় ৩৭ রানে চার উইকেট হারায়। পরে লড়াইটা একাই চালিয়ে যান ডিওন মায়ার্স। ৪৯ বলে ৬৫ রানের ইনিংস খেললেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। লোয়ার অর্ডারে ক্লাইভ মাদন্ডে ২৬ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের আশা জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক দলের ব্যাটাররা।
ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। এছাড়া আভেষ খান দুই ও খলিল আহমেদ এক উইকেট তুলে নিয়েছেন।