জিম আফ্রো টি-টেন লিগে মুখোমুখি সাব্বির-বিজয়

জিম আফ্রো টি-টেন লিগে আজ মুখোমুখি হবে হারারে বোল্টস ও বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্স। এই দুই ফ্রাঞ্চাইজিতে খেলছেন বাংলাদেশের দুই ব্যাটার সাব্বির রহমান ও এনামুল হক বিজয়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯:১৫ মিনিটে। উভয় দলেরই লিগে এটি চতুর্থ ম্যাচ।

হারারে বোল্টসের হয়ে সাব্বির রহমান প্রথম ম্যাচে দুই বলে এক রান করার পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়েই নামার সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে একাদশেই জায়গা হয়নি তার।

অন্যদিকে, এনামুল হক বিজয় বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের গুরুত্বপূর্ণ সদস্য। উইকেটরক্ষক এই ব্যাটার অবশ্য তিন ম্যাচেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। কিন্তু এক ম্যাচেও বড় ইনিংস খেলতে পারেনি। প্রথম ম্যাচে দুই বলে এক রান করার পর দ্বিতীয় ম্যাচে চার বলে চার করার পর তৃতীয় ম্যাচে ৭ বলে করেছেন ৫ রান।

সব মিলিয়ে বাংলাদেশের এই দুই ব্যাটার আজ মুখোমুখি হবেন এমন নিশ্চয়তা নেই।

ছয় ফ্রাঞ্চাইজি নিয়ে জিম আফ্রো টি-টেন লিগের এটি দ্বিতীয় মৌসুম। গত বছর পাঁচ দলের লিগ হলেও এবার দল বাড়িয়ে ছয়টি করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের লড়াই শেষে ২৮ সেপ্টেম্বর প্রথম কোয়ালিফাইয়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৯ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে জিম আফ্রো টি-টেন লিগের দ্বিতীয় আসরের।

Exit mobile version