সাকিব আল হাসান এই বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)-এ লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে খেলছেন। ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
সাকিবের দলের ম্যাচগুলোর সময়সূচী নিচে দেওয়া হলো:
৫ অক্টোবর – লস অ্যাঞ্জেলেস ওয়েভস বনাম নিউইয়র্ক লায়ন্স – রাত ৮ টা ৩০ মিনিট
৬ অক্টোবর – লস অ্যাঞ্জেলেস ওয়েভস বনাম টেক্সাস গ্ল্যাডিয়েটরস – রাত ৮ টা ৩০ মিনিট
৮ অক্টোবর – লস অ্যাঞ্জেলেস ওয়েভস বনাম আটালান্টা কিংস – সকাল ৫ টা ৩০ মিনিট
১১ অক্টোবর – লস অ্যাঞ্জেলেস ওয়েভস বনাম ডালাস লোনস্টার্স – সকাল ৮ টা
১২ অক্টোবর – লস অ্যাঞ্জেলেস ওয়েভস বনাম শিকাগো সিসি – সকাল ৮ টা
টুর্নামেন্টের ফাইনাল হবে ১৫ অক্টোবর। এছাড়া প্লে-অফ ম্যাচগুলোও এর মধ্যেই অনুষ্ঠিত হবে।