জাতীয় দলের সাদা বলের ক্রিকেটাররা যখন ঘরোয়া প্রস্তুতিতে ব্যস্ত, তখন ওপেনার তানজিদ হাসান তামিম জানালেন নিজের ভুলগুলো নিয়ে কাজ করার কথা। দীর্ঘদিন ওয়ানডে দলের বাইরে থাকলেও আবারও কামব্যাকের লক্ষ্যে মনোযোগী এই তরুণ ব্যাটার।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “আমাদের এখানে প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফিটনেস থেকে স্কিল— প্রতিদিনই পরিশ্রম করছি। যেহেতু দল একটা কঠিন সময় পার করছে, সবাই ফিরতে চাচ্ছে শক্তভাবে।”
নিজের ব্যাটিং ঘাটতি নিয়ে সরল স্বীকারোক্তি তামিমের: “যেসব জায়গায় সমস্যা ছিল, সেগুলো নিয়ে কোচের সঙ্গে কাজ করছি। পাওয়ার প্লের পর ব্যাটিং কেমন হওয়া উচিত, কিভাবে ইনিংস বড় করতে হয়— এসব নিয়ে কাজ করছি।”
সবশেষ ওয়ানডে খেলার অভিজ্ঞতা স্মরণ করে তামিম বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছি শেষ। তারপর শুধু টি-টোয়েন্টি। আরব আমিরাত আর পাকিস্তানে ভালো শুরু পাই, তাই ঝুঁকি নিই। কিন্তু ভাগ্য সহায় ছিল না। এখন অনুশীলনে সেই ভুলগুলো ঠিক করছি।”
নিজের ইনিংস বড় না হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি মাঝে মাঝে মনে করি, একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলি। ৩০০ রানের উইকেটে ঝুঁকি নিতে হয়, তবে সেটা কমিয়ে কীভাবে ইনিংসটা বড় করা যায়, সেটাই চেষ্টা করব।”