দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের চলমান ক্রিকেট সিরিজ সরাসরি সম্প্রচার করছে। সারাদেশের ক্রিকেটপ্রেমীরা শুধু টফি-তে বিনামূল্যে এই সিরিজের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় নারী ক্রিকেট দল এই সিরিজে মোট ছয়টি ম্যাচ খেলবে। ৩ ডিসেম্বর শুরু হওয়া সিরিজটি ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
২০২২-২৫ নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এর অংশ হিসেবে এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হয়। ৬ ডিসেম্বর কিম্বারলিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ওই ম্যাচে, মাত্র আট বল খেলার পর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। টস হেরে ব্যাটিং নেমে শামীমা সুলতানার উইকেট হারিয়ে ৭ রান তুলেছিলো বাংলাদেশ। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে আর শুরু করা যায়নি।
কিম্বারলিতেই আজ দুই দলের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি যথাক্রমে ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর ইস্ট লন্ডন, পচেফস্ট্রুম ও বেনোনিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় শুরু হবে।
বারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়ী হয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলের সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা নয়টি ম্যাচে সাতটি জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
টফি–এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “টফি-তে বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য করার জন্য আমরা কাজ করছি। দর্শকদের নিজের মতো করে খেলা দেখার সুযোগ করে দেওয়ার মাধ্যমে দেশের ক্রীড়াবিনোদনকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য। এই প্রচেষ্টারই অংশ হিসেবেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সফরের সবগুলি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।”
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস-এর জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://toffeelive.com/home
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















