আজ থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। প্রথমেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মাদ রিজওয়ান।
ম্যাচটি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে আছেন রিচার্ড কেটেলবরো ও শরফুদ্দৌলা। তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসনম্যাচ। রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।
নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি ও উইলিয়াম ওউর।
পাকিস্তান: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।