আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু আজ সন্ধ্যা ৬টায়। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আয়ারল্যান্ডকে কম রানেই চাপে ফেলতে চাইবে টাইগাররা।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দলই। কন্ডিশন, কম্বিনেশন, ব্যাটিং অর্ডার ও দলের পরিকল্পনা পরীক্ষা করার আদর্শ সময় হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে। তাই শুরু থেকেই জমে উঠবে প্রতিদ্বন্দ্বিতা, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের।
তবে সবশেষ সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে লিটন দাসের দল। তবে সেই ব্যর্থতা ভুলে আইরিশদের বিপক্ষে জ্বলে উঠতে চায় টিম বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লিটন কাল বুধবার বলেন,
গত সিরিজে আমরা ভালো করতে পারিনি। বেশি কিছু ভুলের কারণে আমরা হেরেছি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।
এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ৮টি, টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। আর হেরেছে দুটি একটি পরিত্যক্ত। দুই দলের সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে ম্যাচ যে কোনো সময় ঘুরে যেতে পারে। তাই শুরু থেকেই সতর্ক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে টাইগাররা।

সব মিলিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া এই সিরিজটি দুই দলের জন্যই বড় পরীক্ষা। বাংলাদেশ চাইবে জয় দিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগোতে, আর আয়ারল্যান্ড চাইবে চমক দেখিয়ে প্রতিযোগিতা জমিয়ে তুলতে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















