শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের রাতে বৃষ্টি হওয়ায় ম্যাচ দেরিতে শুরু হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু তা হয়নি। নির্ধারিত সময়ে টস হয়েছে।
তবে প্রথম ম্যাচের আগে বাংলাদেশকে বড় একটা ধাক্কা সামাল দিতে হচ্ছে। দলে নেই মেহেদী হাসান মিরাজ। জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ছাড়াই একাদশ সাজাতে হয়েছে বাংলাদেশকে। তার বদলে একাদশে ঢুকেছন নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া দি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।
