ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের।
সফরে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। গোয়ালিয়র, দিল্লির ব্যর্থতা ভুলে হায়দরাবাদে জয় চায় টিম টাইগার্স। সফরে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। গোয়ালিয়র, দিল্লির ব্যর্থতা ভুলে হায়দরাবাদে জয় চায় টিম টাইগার্স।
সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে জয় দিয়ে বিদায় জানাতে চায় শান্তবাহিনী। হায়দাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।
বাংলাদেশের একাদশঃ নাজমুল শান্ত অধিনায়ক। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন দাস, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।