আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আফগানিস্তানের কাছে ৫ উইকেটো হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। সফরে টি-টোয়েন্টিতে ৩-০তে জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির পারফরমেন্স ধরে রাখতে না পারায়, আফগানদের কাছে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে মেহেদি হাসান মিরাজের দল।
আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোহাম্মদ নাঈম শেখ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (ডাব্লু), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা
আফগানিস্তান একাদশ: রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক),ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, ইকরাম আলীখিল, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজানফর, নাঙ্গেলিয়া খারোতেল, জন।
