টস হেরে ব্যাটিংয়ে খুলনা

বিপিএলে ঢাকায় প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ঢাকা ও খুলনা। হাইভোল্টেজ ম্যাচে জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এর আগে নিজেদের মাঠে হার দিয়ে বিপিএল শুরু করেছে ঢাকা। অন্যদিয়ে খুলনা নিজেদের প্রথম ম্যাচে দারুন জয় পেয়েছে।

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা সাতটায়। এর আগে দিনের প্রথম ম্যাচে রেকর্ড গড়া ইনিংসে আসরে সর্বোচ্চ রানের ইনিংস তুলে বড় জয় পায় চিটাগং কিংস। অন্যদিকে চিটাগং কিংসের হয়ে বিপিএলে সেঞ্চুরির দেখা পায় ওসমান খান।

এর আগে ঢাকা প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ৪০ রানে হারে। অন্যদিকে খুলনা চিটাগং কিংসকে ৩৭ রানে হারায়। ঢাকায় প্রথম পর্বের খেলা শেষে বিপিএল চলে যাবে সিলেটে।

Exit mobile version