বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ২৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম জহুর আজমেদ চৌধুরী স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু দুপুর দেড়টায়। রোমাঞ্চকর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
চলতি বিপিএল দুর্দান্ত ফর্মে আছে চিটাগং কিংস। আসরে আট ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে স্বাগতিকরা। অন্যদিকে ঢাকা ক্যাপিটালর্সের বিদায় প্রায় নিশ্চিত।
আসরে ৯ ম্যাচে দুই জয়ে ছয় নম্বরে অবস্থান করছে তারা। ফলে চিটাগং কিংসের লক্ষ্য এ ম্যাচে ঢাকাকে হারিয়ে শেষ চারের পথে এগিয়ে যাওয়া। তবে এখনও যেহেতু কাগজ কলমে ঢাকার সামনে শেষ চারের সুযোগ আছে। তাই ঢাকা চাইবে বড় জয়ে আশা বাঁচিয়ে রাখতে।