পাকিস্তান সফরে যেতে বিসিবিকে সবুজ সঙ্কেত দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার এই তথ্যা নিশ্চিত করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র! ফলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে যেতে সরকারের দিক থেকে কোনো বাধা কিংবা আপত্তি নেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বিসিবি এখন ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে সফর নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার দুই ভাগে ঢাকা ছেড়েছে টাইগাররা।
আগামী শনিবার ও সোমবার শারজাহতে হবে ম্যাচ দুটি। এরপর দুবাই থেকেই সরাসরি পাকিস্তানের যাওয়ার কথা লিটন কুমার দাসের দলের। তবে ভারত-পাকিস্তান সংঘাতের পর পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ খেলালাইভকে বলেন,‘পাকিস্তান সফর নিয়ে সরকার সবুজ সঙ্কেত দিয়েছে আজকে, এই কিছুক্ষণ আগে।’ সূচি অনুযায়ী, পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়ার কথা ২৫ মে। তবে সেটি পিছিয়ে যাচ্ছে নিশ্চিতভাবেই। নতুন সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে ২৭ মে।