ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করল স্বাগতিক বাংলাদেশ। শনিবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের দেয়া ১৯৪ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে ৪৩.৫ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান তোলে স্বাগতিকরা।
আইরিশদের দেয়া ১৯৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিগাররা। ওপেনার মুরশিদা খাতুন ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ফারজানা হক শারমিন আকতারকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং উপহার দেন।
তবে দলীয় ১০০ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার ফারজানা হক ৮৯ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রান করে বিদায় নেন। এরপর বিদায় নেন শারমিন। তিনি ৬৩ বলে চার বাউন্ডারিতে ৪৩ রানের ইনিংস উপহার দেন।
এরপর অধিনায়ক নিগার সুলতানা দলের হাল ধরেন। তবে সুবহানা মোস্তারি ব্যক্তিগত ১৬ রান করে বিদায় নিলে নিগারের সঙ্গে জুটি গড়েন স্বর্ণা আক্তার। এরপর অধিনায়ক নিগার ৪০ রান করে বিদায় নেন। তবে স্বর্ণা ২৬ ও ফাতেমা ৪ রান করে অপরাজিত থাকেন।
এর আগে মিরপুরের চেনা উইকেটে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ বোলিং করেন স্বাগতিকরা। প্রথম ম্যাচের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই আইরিশ নারীদের চাপ সৃষ্টি করে বাংলাদেশ। শেষ পর্যন্ত সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে আইরিশ নারীদের নাগালেই রেখে বাংলাদেশ।
হোম আব ক্রিকেট গ্রাউন্ড মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। আর বল হাতে বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।
আগামী ২ ডিসেম্বর মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মুখোমুখি হবে দুই দল।