টানা দ্বিতীয় জয়ে সিরিজ ভারতের

শ্রীলঙ্কা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি

প্রথম ম্যাচে উড়ন্ত সূচনার পর বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও স্বাগতিক শ্রীলঙ্কাকে সহজে হারিয়েছে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৭৮ রান। ওপেনার যশস্বী জয়সওয়াল, অধিনায়ক সূর্যকুমার যাদব ও হার্ডিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে ৬ ওভার তিন বলেই জয় তুলে নেয় ভারত।

আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের বিপক্ষে দারুণ বোলিং করেছেন রবি বিষ্ণোই। চার ওভারে ২৬ রান দিয়ে তুলে নিয়েছেন তিন ‍উইকেট। এদের মধ্যে ওপেনার পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩২ রান করে আউট হলেও গোল্ডেন ডাকের শিকার হয়েছেন দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

লঙ্কানদের পক্ষে ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করেন কুশল পেরেরা। এছাড়া পাথুম নিশঙ্কা ৩২, কামিন্দু মেন্ডিস ২৬ রান করেন। রবি বিষ্ণোই এর তিন ‍উইকেট ছাড়াও দুটি করে উইকেট তুলে নিয়েছেন আর্শদ্বীপ সিং, অক্সার প্যাটেল ও হার্ডিক পান্ডিয়া।

৮ ওভারে ৭৮ রানের টার্গেটে খেলতে নেমে জয়সওয়াল প্রথম ওভারেই তুলে নেন ১২ রান। কিন্তু দ্বিতীয় ওভারের শুরুতেই গোল্ডেন ডাকের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার সানজু স্যামসন। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন সূর্যকুমার যাদব। ১২ বলে ২৬ রান করে সূর্যকুমার আউটের পর জয়সওয়াল ফেরেন ১৫ বলে ৩০ রান করে।

৯ বলে ২২ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন হার্ডিক পান্ডিয়া। রোহিত শর্মার পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন পান্ডিয়া। কিন্তু সূর্যকুমার যাদবকে বেছে নেয়া হয় মূলত নতুন কোচ গৌতম গম্ভীরের কারণে। বিষয়টি পান্ডিয়ার জন্য হতাশার হলেও মাঠের খেলায় তার প্রভাব ফেলতে দিচ্ছেন না এই পেস অলরাউন্ডার।

Exit mobile version