চিটাগং কিংসকে উড়িয়ে বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। ফলে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিততে তামিম ইকবালের ফলচুন বরিশালে যোগ হলো আরও এক বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটার। রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে প্রথম কোয়ালিফাইয়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারায় চর্তমান চ্যাম্পিয়নরা।
আসরে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে কোয়ালিফাইয়ারে অংশ নেয় তামিমের দল। তাতে প্রথম সুযোগেই ফাইনালে উঠে এবার শিরোপায় চোখ তামিম-হৃদয়দের। তাই তো বিপিএলে টানা টানা দ্বিতীয় শিরোপা জিততে আরও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ফরচুনরা।
অবশ্য এবারের বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারের শক্তি-সামর্থ্যে এমনিতেই বেশ সমৃদ্ধ ফরচুন বরিশাল। এর মধ্যে টানা দ্বিতীয় ট্রফির আশায় তারা আরও শক্তি বাড়িয়েছে। ফাইনালে বরিশালের জয়ে ঝড় তুলবেন জিমি নিশাম।
দ. আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে ব্যস্ততা শেষে ইতিমধে ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সাতটি ম্যাচ খেছিলেন নিশান। ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
সাত ইনিংসে ২৯১ রান করেছিলেন তিনি ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইক রেটে। ৩৪ বছর বয়সী অলরাউন্ডারকে নিয়ে ফাইনালে মাঠে নামবে তারা।