টেলিভিশনে এক বিতর্কিত মন্তব্য করে বড়সড় আইনি বিপাকে পড়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক হিসেবে পরিচিত শোয়েব এবার মুখ খুলে চরম মূল্য দিতে চলেছেন। সাবেক পিসিবি কর্মকর্তা ও বর্তমান টিভি উপস্থাপক ড. নোমান নিয়াজ তার বিরুদ্ধে পাঠিয়েছেন ১ বিলিয়ন রুপির মানহানির নোটিশ।
ঘটনার সূত্রপাত ২৫ মে। পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে শোয়েব আখতার মন্তব্য করেন, “নোমান আমাদের ব্যাগ বহন করতেন, তাঁকে সেজন্যই রাখা হয়েছিল।” মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে চরমভাবে অপমানিত বোধ করেন ড. নোমান।
২৯ মে ড. নোমান শোয়েবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান, যেখানে বলা হয়—এই বক্তব্য ইচ্ছাকৃতভাবে মানহানিকর ও ভিত্তিহীন। শোয়েবকে ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে, না হলে ২০০২ সালের ডিফেমেশন অর্ডিন্যান্স অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে এটি শোয়েব ও নোমানের প্রথম বিরোধ নয়। ২০২১ সালেও পিটিভির লাইভ শোতে দুজন তীব্র বাকবিতণ্ডায় জড়ান। সেবার শোয়েব অনুষ্ঠান ছেড়ে চলে গিয়ে পিটিভি থেকে পদত্যাগ করেন। তখনও তাকে ১০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে নোটিশ পাঠানো হয়েছিল।
তবে এবারের মানহানির নোটিশ আরও বড় পরিসরের। শোয়েব এখনো এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি। তবে অতীতের মতো তিনিও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















