টি২০ ক্রিকেটে অপ্রতিরোধ্য উগান্ডার নতুন রেকর্ড!

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভাবনীয় এক রেকর্ড গড়েছে উগান্ডা জাতীয় দল। টানা ১৭টি ম্যাচ জিতে এই সংস্করণে সর্বোচ্চ টানা জয়ের নতুন বিশ্ব রেকর্ড নিজেদের করে নিয়েছে তারা।

ক্রিকেট ইতিহাসে উগান্ডার পথচলা খুব বেশি সমৃদ্ধ ছিল না। ১৯৯৮ সালে আইসিসির সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি পেলেও, আন্তর্জাতিক টি২০তে তাদের অভিষেক ঘটে ২০১৯ সালে। প্রথম ম্যাচেই বোতসোয়ানাকে ৫২ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল দলটি। সেখান থেকেই শুরু হয় তাদের ধারাবাহিক উন্নতির গল্প।

২০২৩ সালের নভেম্বরে আফ্রিকার টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির পূর্ণ সদস্য জিম্বাবুয়েকে হারিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনায় আসে উগান্ডা। ওই বাছাই থেকে জায়গা করে নেয় তারা বিশ্বকাপে। যদিও বড় দলের বিপক্ষে জয় পায়নি, তবে পাপুয়া নিউগিনিকে হারানোয় আত্মবিশ্বাসে ভরপুর ছিল দলটি।

বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজেদের শক্তি আরও বৃদ্ধি করে উগান্ডা। ২০২4 সালের অক্টোবর থেকে শুরু হয় তাদের দুর্দান্ত এক জয়ের যাত্রা। এরপর বাহরাইন, বোতসোয়ানা, রুয়ান্ডা, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ইতালি, হংকং, তানজানিয়া, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরপর জয় তুলে নেয় তারা। এমিরেটসের বিপক্ষে তারা জেতে দুইবার।

এর আগেও আন্তর্জাতিক টি২০তে একবার টানা ১১টি ম্যাচে জয় পেয়েছিল উগান্ডা। বর্তমানে ১১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে এর মধ্যে ৮৭টিতেই জয় পেয়েছে তারা, হার মাত্র ২৩ ম্যাচে।

টানা জয়ের রেকর্ডটি তারা ছুঁয়েছে ২৫ জুলাই পার্ল অব আফ্রিকা টুর্নামেন্টে, যেখানে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের ১৬তম জয় তুলে নেয়। এরপর ২৭ জুলাই আমিরাতকে হারিয়ে সংখ্যাটি পৌঁছে যায় ১৭ তে।

উল্লেখ্য, এর আগে টানা ১৫ ম্যাচ জিতে এই রেকর্ডে শীর্ষে ছিল স্পেন। তবে এখনও স্পেনের সামনে সুযোগ আছে রেকর্ড পুনরুদ্ধারের, কারণ তারা ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ১৫ ম্যাচের জয়ের ধারা অব্যাহত রেখেছে। অন্যদিকে, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টানা ১২টি জয় ছিল আফগানিস্তান ও ভারতের সর্বোচ্চ রেকর্ড।

Exit mobile version