ইশান কিষাণ ও সঞ্জু স্যামসনের মধ্যে কে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে। সম্প্রতি দুলীপ ট্রফিতে উভয়েই সেঞ্চুরি করেছেন, তবে স্যামসনের ১৯৬ রানের ইনিংস তাকে কিষাণের ১২৩ রানের তুলনায় এগিয়ে রাখছে। যদিও স্যামসনের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার স্মৃতি এখনো তাজা।
কিষাণকে ইরানি কাপে খেলার জন্য বেছে নেওয়া হয়েছে, যা ১-৫ অক্টোবর লখনৌতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, স্যামসনকে সেখানে রাখা হয়নি, যার ফলে ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশের বিপক্ষে ৬ অক্টোবর শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেতে পারেন। শুবমান গিল ও যশস্বী জয়সওয়ালের অনুপস্থিতিতে স্যামসনের জন্য ওপেনিংয়ে খেলার সুযোগ তৈরি হতে পারে।
এই সিরিজে সুর্যকুমার যাদব অধিনায়ক এবং হার্দিক পাণ্ডিয়াও দলে ফিরবেন।