টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হোঁচট খেলেও লড়াই ছাড়ছে না বাংলাদেশ দল। সিরিজে টিকে থাকার আশায় আজ (বুধবার, ২৯ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ম্যাচে জয়ই এখন লিটন দাসের দলের একমাত্র লক্ষ্য।
বাঁচা–মরার এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ব্যর্থ শামীম হোসেনের জায়গায় দেখা যেতে পারে জাকের আলী অনিককে। একই সঙ্গে কম্বিনেশন ঠিক রাখতে দলে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। অন্যদিকে, প্রথম ম্যাচে জিতলেও আত্মতুষ্টিতে ভাসছে না ওয়েস্ট ইন্ডিজ। জয় নিশ্চিত করার ১২ ঘণ্টার মধ্যেই কঠোর অনুশীলনে নেমেছে তারা।
একসময় টি–টোয়েন্টিতে দাপট দেখানো ক্যারিবীয়রা এখন নিজেদের ধার খুঁজে ফিরছে। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে কিছুটা স্বস্তি পেলেও পুরোপুরি আত্মবিশ্বাস ফেরেনি দলের মধ্যে। বিপরীতে ব্যাটিং সহায়ক উইকেটেও সাইফ–লিটনদের ব্যাট ব্যর্থতা এবং টপ ও মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরম্যান্সে প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল বড় ধাক্কা। টানা চার সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেই সিরিজ হারার শঙ্কায় লিটনের দল।
দ্বিতীয় ম্যাচে তাই একাদশে রদবদল প্রায় নিশ্চিত। টানা ম্যাচ খেলার পর বিশ্রাম পেতে পারেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশন নিয়ে মাঠে নামার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। প্রথম ম্যাচে ব্যর্থ শামীম পাটোয়ারীর পরিবর্তে জাকের আলীকে ফিরিয়ে আনার সম্ভাবনাই বেশি।
দ্বিতীয় টি–টোয়েন্টির সম্ভাব্য একাদশ (বাংলাদেশ):
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।্ি্ার
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















