টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিক ক্লাসেন। লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও খেলবেন সাদা বলের ফরম্যাটে।
দক্ষিণ আফ্রিকার একজন দুর্দান্ত পারফরমার হেনরিক। অবশ্য টেস্টে তার খেলা সিরিজের সংখ্যা মাত্র চারটি। ২০১৯ সালে রাঁচিতে ভারতের বিপক্ষে অভিষেক ঘটেছিল তার এবং ২০২৩ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে খেলেন শেষ টেস্ট।
তার খেলা ৪ ম্যাচে গড়ে ১৩ করে ১০৪ রান করেছেন হেনরিক। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সর্বচ্চো রান ছিল ৩৫। ফলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানেোর কারণ যে হতাশা তা বোঝাই যাচ্ছে।
ইন্সটাগ্রামের এক পোস্টে লারসের বলেছেন, “কয়েকটা ঘুমহীন রাত পার করার পর, লাল বলের খেলা থেকে অবসার নেওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছি। যে সিদ্ধান্ত নিয়েছি তা অনেক কঠিন।
সম্প্রতি ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরে, ওপেনার ডিন এলগারের অবসরের পর এটি দক্ষিণ আফ্রিকা দলের জন্য বড় ধাক্কাই বটে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














