বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন স্পিনার তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের
তৃতীয় দিন সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেছিলেন এই স্পিনার। শনিবার টেস্টের চতুর্থ দিনে পৌঁছান চূড়ায়।
২৪৯ উইকেট তুলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তাইজুল। রোববার সকালে টেস্টের পঞ্চম দিনের শুরুতেই উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেটে পূর্ণ করেছেন। ক্যারিয়ারের ৫৭তম টেস্ট খেলতে নেমে এই রেকর্ড গড়েন ৩৩ বছর বয়সী এই স্পিনার।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর মিরপুর টেস্টেও জয়ের অপেক্ষায় বাংলাদেশ। মুশফিকের ঐতিহাসিক শততম টেস্টে জিততে শেষ দিনে আর প্রয়োজন ৩ উইকেট। বাংলাদেশ এখনও এগিয়ে আছে ৩১৫ রানে।
বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শনিবার চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান তোলে আইরিশরা।আলোক স্বল্পতার কারণে ২ ওভার আগেই এ দিনের খেলা শেষ হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৯৫ রান।
উল্লেখ্য, ২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাইজুল ইসলামের। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৭টি টেস্ট খেলেছেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















