টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রে ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পায়নি ভারত। এবারও ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রোহিত-কোহলিরা, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে চাপে পড়েছে তারা।

বেঙ্গালুরু ও পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট তৈরি করেও, সেই ফাঁদেই ফেঁসে যায় ভারতীয় দল। ঘরের মাঠে এক যুগ পর সিরিজ খোয়ানোয় চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বেশ বিপাকে রয়েছে ভারত।

বর্তমানে ভারতের পয়েন্ট ৬২.৮২ শতাংশ, তবে মুম্বাইয়ে আগামী ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টেও হারলে এই অবস্থান টিকিয়ে রাখা কঠিন হবে। সেই ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া তাদের ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে যেতে পারে। এরপরই ভারতের সামনে আসবে আরেকটি বড় সমীকরণ। ফাইনালে ওঠার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে ভারতকে।

এদিকে, যদি ভারত মুম্বাই টেস্টেও হেরে যায় তবে ফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে কেবল সিরিজ জয় নয়, বরং ৪-০ ব্যবধানে জয় প্রয়োজন হবে, যা অস্ট্রেলিয়ার মাটিতে অর্জন করা অত্যন্ত চ্যালেঞ্জিং।

আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই পাঁচ ম্যাচের সিরিজ শুরু হতে যাচ্ছে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো বিকল্প নেই রোহিতদের জন্য।

Exit mobile version