শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে শেষ করেছিলো, নেদারল্যান্ডসের বিপক্ষে সেখান থেকেই শুরু করলো দক্ষিণ আফ্রিকার বোলাররা। এই ম্যাচেও প্রোটিয়া বোলিং তোপে উড়ে গেলো ডাচরা। নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১০৩ রান তুলেছে নেদারল্যান্ডস।
পাওয়ার প্লেতে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি টপ অর্ডারের তিন ডাচ ব্যাটার। প্রথম, চতুর্থ ও পঞ্চম ওভারে একে একে বিদায় নেন মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিৎ সিং। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ২২ রান তোলা দলটা তাদের পরের তিন উইকেট হারায় দলীয় ৪৮ রানেই।
৭ম উইকেটে সায়ব্রান্ড এঙ্গেলব্রেখ্ট ও লোগান ফন ভিক দলীয় সংগ্রহকে ১০২ নিয়ে যান। বিশতম ওভারের প্রথম বলেই ব্যক্তিগত সর্বেচ্চ ৪০ রানে আউট হন সায়ব্রান্ড। এই ওভারে আর দুই উইকেট হারানো ডাচরা শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৩ রানে সন্তুষ্ট থেকেছে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে চার ওভারে মাত্র ১১ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন ওটনেইল বার্টম্যান। মার্কো জানসেন ও অ্যানরিচ নর্টজে পেয়েছেন দু’টি করে উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















