ডাচদের ৩৪০ রানের টার্গেট দিলো ইংলিশরা

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ইনিংসের শুরুতে ১০ ওভারের পাওয়ার প্লেতে ইংল্যান্ডের সংগ্রহ ছিলো এক উইকেট হারিয়ে ৭০ রান।

ওপেনার বেয়ারস্টো ১৫ রান করে সাজঘরে ফেরার পর মালানের সাথে ৮৫ রানের জুটি গড়েন জো রুট। ২৮ রানে থামে রুটের ইনিংস। দলীয় স্কোরবোর্ডে আর ছয় রান যোগ হতেই আরেক ওপেনার ডেভিড মালানকে হারায় ইংল্যান্ড। রান আউট হওয়া মালানের ইনিংস থামে ৮৭ রানে।

এরপর মাঠে নামেন গত বিশ্বকাপের ফাইনালের নায়ক বেন স্টোকস। তিনি দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করে আউট হওয়ার আগে করেছেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। এর আগে অর্ধশতক করে ফিরেছেন ক্রিস ওকস।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন বাস ডি লিডি। এছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন আরিয়ান দত্ত ও লোগান ভ্যান বিক। একটি উইকেট পেয়েছেন পল ভ্যান মিকারন।

ডাচদের হয়ে কলিন অ্যাকারম্যান কোনো উইকেট না পেয়েও সবচেয়ে ইকোনোমিক্যাল বোলার ছিলেন।

Exit mobile version