পর্দা উঠলো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর পঞ্চম আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ক্যান্ডি ফ্যালকন্স ও ডাম্বুলা সিক্সার্স। টস জিতে ব্যাটিংয়ে হাসারাঙ্গার ফ্যালকন্স। ডাম্বুলার হয়ে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয়।
লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে মোস্তাফিজ ও হৃদয়ের সাথে খেলবেন তাসকিন আহমেদও। তিনি মাঠে নামবেন কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে। এই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ পেলেন তাসকিন।
গত আসরে তাওহিদ হৃদয় খেলেছিলেন জাফনা কিংসের হয়ে। যেখানে ৬ ইনিংস খেলে ৩৮.৭৫ গড় আর ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে করেছিলেন ১৫৫ রান। যা ছিলো তার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এলপিএলে খেলতে গতকাল বাংলাদেশের তিন ক্রিকেটার একসঙ্গেই শ্রীলঙ্কায় পৌঁছেছেন।