দক্ষিণ আফ্রিকা সফরে ডারবান টেস্টে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে। উভয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের ফলে দলটি নিশ্চিত হারের মুখে রয়েছে। জয়ের জন্য ৫১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৩ রানে ৫ উইকেট হারিয়েছে তারা। জয় পেতে এখনো ৪১৩ রান করতে হবে তাদের। অথচ হাতে মাত্র ৫ উইকেট।
প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট ইতিহাসে এটাই টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও নিজেদের অবস্থার খুব একটা পরিবর্তন আনতে পারেনি তারা। ফলে বড় হারের শঙ্কায় রয়েছে দলটি। মার্কো ইয়ানসেন আবার তাদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছেন। এ ইনিংসে দুই উইকেট নিয়েছেন তিনি। ফলে এ পর্যন্ত তার শিকার সংখ্যা দাঁড়িয়েছে ৯।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ১২ রানে প্রথম উইকেট হারায়। দিনেশ চান্দিমাল ও পাথুম নিশাঙ্কা দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু তাদের সে চেষ্টা খুব একটা ফলপ্রসু হয়নি। একের পর এক ব্যর্থতায় ৫ উইকেট হারিয়েছে তারা।
এর আগে ৩ উইকেটে ১৩২ রানে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শুরু করে। দুই অপরাজিত ব্যাটার টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস সফরকারী বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন। উভয়ে সেঞ্চুরি করেছেন। অধিনায়ক বাভুমা করেন ১১৩ রান। স্টাবস ১২২ রান। ৫ উইকেটে ৩৬৬ রানে ইনিংসের সমাপ্তি টানে তারা।