ডিপিএলে টানা দ্বিতীয় সেঞ্চুরি তামিম ইকবালের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও ব্যাট হাতে সেরা ছন্দে আছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ড্যাশিং ওপেনার। দ্বিতীয় সেঞ্চুরি দিনেও অপরাজিত থাকেন তামিম।

বুধবার বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা মোহামেডান জিতেছে ৯ উইকেটে। এ জয়ের ফলে চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া আইচ মোল্লাহ ৩২, মাহফুজুল ইসলাম ১৮, মাইশিকুর রহমান ১৯ ও রাকিবুল আতিক ১৭ রান করে অপরাজিত থাকেন। বল হাতে মোহামেডানের পক্ষে তাইজুল ইসলাম ১০ ওভারে ৩১ রানে নেন চার উইকেট। এছাড়া আবু হায়দার রনি ৩টি ও মেহেদী হাসান নেন দুটি উইকেট।

জবাবে অবশ্য শুরুটা ভালো হয়নি মোহামেডানের। ওপেনার মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ২ রান করে প্রথম ওভারেই আল আমিন হোসেনের বলে ক্যাচ আউট। এরপর আর কোন উইকেট হারায়নি তারা। ওপেনার তামিম মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে সেঞ্চুরি তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

তামিম টানা দ্বিতীয় সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ১০৫ রানে। তার ৯৬ রানের ইনিংসে নয় বাউন্ডারি ও চার ছক্কা রয়েছে। এছাড়া অঙ্কন ৯৮ বলে ছয় বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন।

Exit mobile version