চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বে খেলতে পারেননি দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান। অবশেষে দল পেয়েছেন টাইগার এই পেসার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার লিগ খেলবেন এই কাটার মাস্টার।
গত ১৩ এপ্রিল শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের ম্যাচ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় গ্রুপপর্বের সব ম্যাচই খেলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সেখানে দেখা যায়নি মোস্তাফিজকে। তবে কাঁধের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন টাইগার এই বাঁহাতি পেসার।
এবার ডিপিএলে মাঠ মাতাবেন ‘দ্য ফিজ’। ডিপিএলের সুপার লিগে মোহামেডানের হয়ে খেলবেন মোস্তাফিজ। বুধবার (১৬ এপ্রিল) ক্লাবটির সঙ্গে তার চুক্তি হবে বলে খেলালাইভকেকে জানিয়েছেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
বর্তমানে মোস্তাফিজ পুরোপুরি ফিট রয়েছেন। গেল কয়েকদিন দেখা গিয়েছিল নিয়মিত শের-ই-বাংলায় অনুশীলন চালিয়ে যেতে। প্রথম পর্বের ১১ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার লিগ শুরু করবে মোস্তাফিজের দল মোহামেডান।