ফাইনালের মধ্য দিয়ে শুক্রবার পর্দা নামছে বিপিএল টি-টোয়েন্টির। তার আগে মিরপুরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হচ্ছে আসরে চমক দেয়া দুই দল চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। বুধবার মিরপুরে বাঁচা মরার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
হাইভোল্টেজ ম্যাচে জয়ী দল ফরচুন বরিশালে বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। প্রায় ১২ বছর পর বিপিএলে ফিরে চিটাগং কিংস এবার চমক দিয়ে তালিকায় শীর্ষে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয়েছিল। কিন্তু অভিজ্ঞ বরিশালের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি তারা।
তারকায় ঠাসা দলটির বিপক্ষে মিরপুরে ৯ উইকেটে হেরেছে মিঠুনের দল। অন্যদিকে প্রথম এলিমিনেটরের ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে কোয়ালি ফাইয়ারে মিরাজের খুলনা। এবার দুই দলের লক্ষ্য বিপিএলের ফাইনাল।
গ্রুপ পর্বে প্রথম দেখায় চিটাগং কিংসকে ৩৭ রানে হারায় খুলনা টাইগার্স। ঢাকায় সে ম্যাচে খুলনার দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে থামে চিটাগংয়ের দলটি। তবে ফিরতি দেখায় নিজেদের মাঠে চিটাগং কিংস ৪৫ রানে জয় তুলে নেয়।
সাগরিকায় সে ম্যাচে গ্রাহাম ক্লার্কের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ২০০ রান তোলে চিটাগং। জবাবে ৯ উইকেটে ১৫৫ রান তোলে খুলনা। ফলে খুলনার বিপক্ষে গুত্বপুর্ণ এ ম্যাচে চিটাগং কিংস তাকিয়ে থাকবে ৩১ বছর বয়সী ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্কের দিকে।
বিদেশি তারকাদের ছাড়াও দলটিতে দারুণ ছন্দে আছেন পারভেজ হোসেন ইমন ও শামিম হোসেনরা। এরই মাঝে শক্তি বাড়িয়েছে খুলনা। খুলনার হয়ে দারুণ ফর্মে আছেন ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স রশ। এছাড়া দলে আছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হওয়াজ।
সবশেষ দলে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জনসন হোল্ডার। সেই সাথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে ফর্মে আছেন। আর বিপিএল সেরা ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো একাই পাল্টে দিতে পারেন ম্যাচের ভাগ্য।
বল হাতেই চিটাগং কিংসের থেকে খুলনাকে এগিয়ে রাখতে হচ্ছে। সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ভেঙে লন্ডভন্ড করে দেন স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। ফলে পেস বোলিং সামলানের হাসান মাহমুদ ও মুশফিক হাসান ও জনসন হোল্ডার।