চলতি বছরের এশিয়া কাপ আয়োজন ও এসিসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুতি চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম)। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকায়। তবে বাংলাদেশে এজিএম আয়োজনের বিরোধিতা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারত দাবি করছে, ঢাকায় সভা হলে পাকিস্তান বাড়তি সুবিধা পাবে এবং এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তে পক্ষপাত দেখা দিতে পারে। এই যুক্তিতে বিসিসিআই সভার স্থান পরিবর্তনের আবেদন করলেও এসিসি সভাপতি মোহসিন নাকভি তাতে সাড়া দেননি। এমন অবস্থায় বিসিসিআই হুমকি দিয়েছে—সভা ঢাকা হলে তারা এজিএম বয়কট করবে এবং কোনো প্রস্তাবে অংশ নেবে না।
ভারতের এই অবস্থানকে ঘিরে ক্রিকেট কূটনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিসিসিআইয়ের দাবি, “ঢাকায় সভা হলে নিরপেক্ষ সিদ্ধান্ত আসবে না। নাকভি পাকিস্তানের স্বার্থে ভারতের ওপর চাপ সৃষ্টি করছেন।” এমনকি আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানকে পাশে টেনে ভারতের পক্ষ নিতেও সক্রিয় ভূমিকা নিয়েছে বিসিসিআই।
এদিকে পাকিস্তানও চায় এজিএম ঢাকাতেই হোক, যাতে ভারতকে সিদ্ধান্তে বাধ্য করা যায়। কারণ, চলতি বছরের এশিয়া কাপ আয়োজন করবে ভারত, অথচ সেখানে পাকিস্তান খেলতে রাজি নয়। ফলে ভেন্যু ও সূচি এখনো চূড়ান্ত হয়নি।
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হলে সব সদস্য দেশের মতামত জরুরি। তাই ভারতসহ কয়েকটি দেশের বয়কট করলে ঢাকার সভার কার্যকারিতা ও এশিয়া কাপের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে।
