আলোচনার কেন্দ্রে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অবশেষে ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ কয়েকদিনের জল্পনা-কল্পনার পর জানা গেছে, ভারত সভায় অংশ নিচ্ছে, যদিও তা ভার্চুয়াল মাধ্যমে।
এ নিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ‘ভারত যোগ দিচ্ছে সভায় তবে অনলাইনে। এ ছাড়া আফগানিস্তান রাতে আসবে। শ্রীলঙ্কা, নেপালও অনলাইনে যুক্ত হবে। ফ্লাইট জটিলতার কারণে তারা সরাসরি উপস্থিত হতে পারছে না।’ — বলেন তিনি।
প্রথমদিকে ভারত সভায় অংশ নেবে না বলে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। এর আগে, ভারত চাইছিল এই সভা ঢাকার পরিবর্তে অন্যত্র অনুষ্ঠিত হোক। কিন্তু এসিসি সভাপতি মহসিন নাকভি সেই অনুরোধে সাড়া দেননি, ফলে বয়কটের হুমকি দিয়েছিল বিসিসিআই।
এদিকে চলতি বছরের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ভারত আয়োজক হলেও পাকিস্তান সেখানে খেলতে রাজি নয়। এই জটিলতা এখনও কাটেনি এবং এসিসির পক্ষ থেকেও কোনো ভেন্যু কিংবা সূচি ঘোষণা করা হয়নি।
তবে চলমান সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট ঘিরে আগ্রহ ও উত্তেজনা এখন তুঙ্গে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















