ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হচ্ছে ৩ মার্চ। সে উপলক্ষ্যে শনিবার বিকেলে আনুষ্ঠানিক ট্রফি উম্মোচন করেছে সিসিডিএম। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ট্রফি উম্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক উপস্থিত ছিলেন।
অংশ নেওয়া ১২ অধিনায়ক তাদের নিজ নিজ দলের জার্সি গায়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী দলের অধিনায়ক সৈকত ট্রফি নিয়ে মঞ্চে হাজির হন।
সোমবার লিগের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ছয়টি দল। এর মধ্যে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। অন্য ম্যাচে মোহামেডান খেলবে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এছাড়া গুলশান ইয়ুথ ক্লাব কালাঘার সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলবে।
লিগে এবার প্রথমবারের মতো যোগ হচ্ছে থার্ড আম্পায়ার ও টিভি রিভিউ সিস্টেম।