ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। নিজের করা এক ওভারেই টোনি ডি জর্জি ও ম্যাথু ব্রিটজকে ফেরানোর মাধ্যমে তিনি এই কীর্তি অর্জন করেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে এই অর্জনে পৌঁছালেন তাইজুল। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন শুধুমাত্র সাকিব আল হাসান।
তাইজুলের এই রেকর্ড গড়ার পথে সাকিবের অনুপস্থিতি তাকে মূল স্পিনার হিসেবে দায়িত্ব দিয়েছে। টেস্ট শুরুর আগে তার প্রয়োজন ছিল মাত্র ৪টি উইকেট। ব্রিটজকে আউট করার পর এই মাইলফলক স্পর্শ করেন তিনি। একইসঙ্গে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করে ১৩তমবারের মতো টেস্টে ফাইফার নিয়েছেন তিনি। তার বর্তমান উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২০১।
এছাড়া, সাকিবের ২৪৬ উইকেটের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তার সামনে। বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে থাকা সাকিবকে ছাড়িয়ে যেতে তাইজুলের দরকার আর মাত্র ২টি উইকেট। এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই স্পিনার।
তাইজুলের অসাধারণ বোলিংয়ের পরও প্রোটিয়ারা লিড নিয়েছে, তবে বাংলাদেশ তাদের ১০৮ রানেই ৬ উইকেটের পতন ঘটিয়েছে। এর মধ্যে ৫টি উইকেটই তাইজুলের দখলে। বাংলাদেশের ১০৬ রানের সংগ্রহ খুব একটা ভরসা জাগায়নি, তবে বোলাররা দক্ষিণ আফ্রিকাকে কঠিন চাপে রেখেছে।