তানভীরের বোলিং নৈপুণ্যে বরিশালের জয়

তানভীরের বোলিং নৈপুণ্যে বরিশালের জয়

তানভীরের বোলিং নৈপুণ্যে বরিশালের জয় । এনসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে বরিশাল বিভাগ। মঙ্গলবার কক্সবাজারে তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারায় বরিশাল।

চার দিনের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে বরিশাল নিজেদের প্রথম ইনিংসে ৩৪১ রান সংগ্রহ করে ৬৮ রানে লিড নেয়। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে তানভির ইসলামের বিষাক্ত স্পিনে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় ঢাকা।

বল হাতে ৩১ ওভারে ৬৪ রানে একাই চার উইকেট শিকার করেন তানভীর ইসলাম। এছাড়া অভি আহমেদ নোবেল নেন তিনটি উইকেট। ফলে শেষ দিনে জয়ের জন্য মাত্র ১০২ রানের লক্ষ্য পায় বরিশাল। ফলে সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৪.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তানভিররা।

ব্যাট হাতে আদিল বিন সিদ্দিকী ৩০ ও মোহাম্মদ সালাউদ্দিন ১৫ রান করে বিদায় নেন। তবে ইফতিখার হোসেন ৫৭ ও তাসিমুল হক ৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া খুলনা ও ময়মনসিংহের ম্যাচটি ড্র হয়েছে।

Exit mobile version