আবারও তামিম ইকবালকে জাতীয় দলে দেখতে চান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি আলোচনা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম!
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে সেরা আট দলের এই আসর। দেশের হয়ে সেই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম আবার দলে দিরুক এমনটাই তার চাওয়া।
গত রোববার তামিমের ফেরা নিয়ে বিসিবির সভাপতি পাপন বলেনম‘তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর (তামিমের) সাথে। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে আস্ তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসবো।’
এছাড়া তিনি বলেন,‘তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














