এনসিএল টি-টোয়েন্টিতে এবার তামিম ইকবালেল চট্টগ্রামকে ৫ উইকেটে হারাল বরিশাল। রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারটা করতে এসেছিলেন ইফরান হোসেন। শুরুর বলটাই দেন ডট। তবে পরের বলেই বিশাল ছক্কা। তৃতীয় বলে ফের সালমানের ছক্কা। ওভারের চতুর্থ বলে নেন চার। মাত্র চার বলে তোলেন ১৬ রান। এরপর জয়ের জন্য শেষ দুই বলে দরকার ৯ রান।
ওভারের পঞ্চম বলে ফের ছক্কা। একই সাথে নো বল করেন ইফরান। ফলে ফ্রি হিটের বাড়তি বলটায় রান নিতে পারেননি সালমান হোসেন। শেষ বলে চার মেরেই অবশ্য নিশ্চিত করলেন দলের জয়। ফলে ২৮ বলে সালমানের ইনিংস থামল ৫৩ রানে। আর তাতে ম্লান হয়ে গেল তামিম ইকবালের ৫৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তোলে তামিমের চট্টগ্রাম। অবশ্য বরিশালের হয়ে শুরুটা দারুণ করেছিলেন ইফতেখার হোসাইন ইফতি। ৩৯ বলে ৫৬ রানের ইনিংসে ১০ ওভারেই ৭৯ রান জমা করে তারা। এছাড়া মঈন খান ১৬ বলে ২৬ রান করে ম্যাচ রেখেছিলেন নাগালের মাঝে।
জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান তোলে বরিশাল। দলের পক্ষে ওপেনার ইফতেখার ৩৯ বলে ৫৬, আব্দুল মজিদ ১৯, শামিমুল ইসলাম ১২, সালমান হোসেন অপরাজিত ৫৩, সোহাগ গাজী ১২ ও মঈন খান ২৬ রান করেন।