জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে আবারও গুঞ্জন, তিনি কি ফিরছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)? তবে এই নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম। গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি জানান, তামিম এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নন।
ডালিম বলেন, ‘ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব—মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন। তবে বিপিএল বা সেমিফাইনাল-ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আমি বলব– অনুশীলন করুক, খেলুক। তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে।’
বিপিএলের শেষ দুই মৌসুমে শিরোপাজয়ী তামিম ইকবাল ডিপিএলের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে অসুস্থ হয়ে পড়েন। সেই সংকটময় মুহূর্তে মাঠেই তাকে সিপিআর দিয়ে জীবন রক্ষা করেন ডালিম। এরপর থেকে তার মাঠে ফেরা নিয়ে চলছে নানা আলোচনা।
তবে বর্তমানে স্থিতিশীল থাকলেও উচ্চ পর্যায়ের ক্রিকেটে অংশ নেওয়ার আগে নিজের শারীরিক সক্ষমতা, ঝুঁকি এবং মানসিক প্রস্তুতির বিষয়গুলো মাথায় রাখতে হবে তামিমকে। দুই দিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন বিপিএলের মাধ্যমে মাঠে ফেরার চেষ্টা করবেন।
কিন্তু ট্রেইনারের মতামত বলছে, এখনই বড় মঞ্চে ফেরাটা হতে পারে ঝুঁকিপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্ত তামিমকেই নিতে হবে—তিনি ফিরবেন কীভাবে ও কোন পর্যায়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















