আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেট দল ও সাপোর্ট স্টাফরা দেশে ফিরে বিশ্রামে আছেন। আর সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক্স ম্যানেজারের দায়িত্ব পালন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
এরপর হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি নাফিস ইকবাল। অসুস্থতার পর তাকে চট্টগ্রাম থেকে এয়ার এম্বুলেন্সে করে শুক্রবার বিকেলে ঢাকায় নিয়ে আসা হয়। নাফিসের সবশেষ অবস্থা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গতকাল রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ।
তিনি বলেন,‘নাফিস ইকবাল সকালে অনেক মাথাব্যথা ও দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। সেখানে প্রাথমিক স্ক্যান করানোর পর আমরা জানতে পারি মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করি। বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সে ভর্তি হয়।’
এছাড়া তিনি বলেন,‘নাফিস সেরিব্রেল ভেনাস কম্পোসিস নামের এক সমস্যায় ভুগছে। অর্থাৎ রক্তজমাট বেধেছে তার মস্তিষ্কের ভেনাস অংশে। তবে এখন স্থিতিশীল রয়েছে। যে প্যারামিটারগুলো দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার ডাক্তাররা আশা করছে কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানেই ভর্তি রাখা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে।
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায় তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’ তবে শঙ্কার পরিস্থিতি কেটে উঠলেও, বেশ কয়েক সপ্তাহ নাফিসকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান দেবাশীষ।