রেকর্ড গড়লেন তামিম – সিরিজ জিতে নিল বাংলাদেশ
টেস্টে সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১তে টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। তামিমের রেকর্ডের দিনে সিরিজ জয় টাইগারদের । মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে তামিমের রেকর্ড গড়ার দিনে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারায় লিটন দাসের দল। আইরিশদের দেওয়া ১১৮ রান বাংলাদেশ টপকে যায় ৩৮ বল বাকি থাকতেই।

সিরিজ নিশ্চিত করতে ১১৮ রানের টার্গেটে ব্যাটিংযে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সাইফ হাসান দারুণ শুরু পর ১৪ বলে ১৯ রান করে দলীয় ৩৮ রানের মাথায় বিদায় নেন। এরপর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি অধিনায়ক লিটন দাস।

ব্যাটিংয়ে নেমে ৬ বলে ৭ রান করে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৫.২ ওভারে দলীয ৪৬ রানে দুই উইকেট হারায় টাইগাররা। এরপর তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। তামিম ৩৫ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি পূর্ণ করেন। এরপর আর উইকেটে হারায়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত তামিম ৩৬ বলে অপরাজিত ৫৫ ও পারভেজ হোসেন ২৬ বলে এক চার ও তিন ছয়ে অপরাজিত ৩৩ রান করেন।

এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আয়ারল্যান্ড। অবশেষে ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার শরিফুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ে টিম টেক্টরকে সরাসরি বোল্ড করেন তিনি। ১০ বলে ১৭ রান করেন আইরিশ এই ওপেনার।
পাওয়ার প্লে
তবুও পাওয়ার প্লে-তে রানের চাকা থামাতে পারেনি স্বাগতিকরা। ৫.১ ওভারে এক উইকেটে ফিফটি পূর্ণ করে তারা। তবে ষষ্ঠ ওভারে মোস্তাফিজের বলে বোল্ড হয়ে বিদায় নেন হ্যারি টেক্টর। তিনে নেমে ৬ বলে ৫ রান করেন তিনি। পরের ওভারে শেখ মেহেদী ফিরিয়ে দেন লোরকান টাকারকে। ৫ বলে ১ রান করেন তিনি।
এরপর দ্র্রতই আইরিশদের দুই উইকেট তুলে নেন স্পিনার রিশাদ হোসেন। দশম ওভারের শেষ বলে কার্টিস ক্যাম্ফার ৯ রানে বোল্ড আর ১২তম ওভারে ওপেনার পল স্টালিংকে ক্যাচ আউট করেন তিনি। পল ২৭ বলে পাঁচ বাউন্ডারি ও এক ছয়ে ৩৮ রান করেন। ৫ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ তখন ৭৩ রান।
শেষ দিকে মোস্তাফিজ,রিশাদ ও শরিফুলের বোলিং তোপে ১৭.৩ ওভারে দলীয় ১১০ রানে ৮ উইকেট হারায় তারা। রিশাদের বলে গ্যারেথ ডেলানি ১০, শরিফুলের বলে জর্জ ডকরেল ১৯ ও ফিজের বলে মার্ক আদাইর ৮ রান করে বিদায় নেন। শেষ দিকে আইরিশদের আর কেউ সুবিধা করতে পারেনি।
- সংক্ষিপ্ত স্কোর
- আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ১১৭/১০
- বাংলাদেশ ১৩.৪ ওভারে ১১৯/২
- বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
- সিরিজ বাংলাদেশ ২-আয়ারল্যান্ড ১
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















